রাজ্যের বিশ্ববিদ্যালয়ে প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ

সম্প্রতি রাজ্যের বিশ্ববিদ্যালয়ে প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতা এবং কোন বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তার পুরোটাই নিচের এই বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে। চলুন এই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Employment No- R/1808/Advt/SKBU/22

পদের নাম- প্রফেসর/ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর/ অ্যাসোসিয়েট প্রফেসর

যে সমস্ত বিষয়ে নিয়োগ করা হবে সেগুলো হলো-
বোটানি/ ভূগোল/রাষ্ট্রবিজ্ঞান/অঙ্ক/ কেমিস্ট্রি/সাইকোলজি/ জুওলোজি/ সোসিওলজি/ সাঁওতালি/ সংস্কৃত

মোট শূন্যপদ- ২১ টি।

শিক্ষাগত যোগ্যতা- প্রফেসর/ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর/ অ্যাসোসিয়েট প্রফেসর পদের জন্য প্রার্থীকে যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে (NET/ SET/ Ph.D) পোস্ট গ্র্যাজুয়েট করা থাকলে আবেদন করতে পারবেন।

বয়স- প্রফেসর/ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর/ অ্যাসোসিয়েট প্রফেসর পদের জন্য প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

বেতন- প্রফেসর পদের ক্ষেত্রে প্রতিমাসে বেতন ১,৪৪,২০০/- টাকা। অ্যাসোসিয়েট প্রফেসর পদের ক্ষেত্রে প্রতিমাসে বেতন ১,৩১,৪০০/- টাকা ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের ক্ষেত্রে প্রতিমাসে বেতন ৫৭,৭০০/- টাকা।

আবেদন পদ্ধতি- উপরিউক্ত পদগুলিতে আবেদনে ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে। পরে পূরণ করা আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।

আবেদন ফি- আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে (Professor- ৫০০০/- , Associate Professor- ৩০০০/-, Assistant Professor- ২০০০/-) টাকা এবং SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে (Professor- ২০০০/- , Associate Professor- ১৫০০/-, Assistant Professor- ১০০০/-) ধার্য করা হয়েছে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- Office of Registrar, Sidhu Kanho Birsha University, Ranchi Road, Purulia – 723104.

আবেদনের শেষ তারিখ- ২০ জানুয়ারি, ২০২৩